Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ভাটি রাজ্য (খালিয়াজুরী ও পার্শ্ববর্তী এলাকা) কামরূপের রাজধানী ছিল। চতুর্দশ শতাব্দীতে জিতারি নামে এক ক্ষত্রিয় সন্ন্যাসী ভাটি রাজ্য আক্রমণ করে দখল করেন। ষোড়শ শতাব্দীতে, খালিয়াজুরিতে শীতনাথ ওম নামে একজন বাঙালি হিন্দু ব্যক্তির বাড়ি ছিল। তার তিন ছেলে; রঘুনাথ ওম, কামাখ্যা ওম এবং মহেশনাথ ওম, পরে বোকাইনগরের খাজা উসমানের অধীনে চাকরি পেয়েছিলেন, একজন বারো-ভুঁইয়া প্রধান যিনি বৃহত্তর ময়মনসিংহের বিশাল অংশের নিয়ন্ত্রণ করেছিলেন। খাজা উসমান ও তার সহযোগীদের দ্বারা ইটার রাজা সুবিদ নারায়ণের পরাজয়ের পর ওম পরিবারের অন্তর্ভুক্ত, ওম ভাইরা সিলেটের শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে চলে আসেন। কালের পরিক্রমায় ১৯০৬ সালে, খালিয়াজুরীতে একটি থানা (পুলিশ ফাঁড়ি) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিকেন্দ্রীকরণ কর্মসূচির অংশ হিসেবে ১৯৮৩ সালে খালিয়াজুরী থানার মর্যাদা উপজেলায় উন্নীত করা হয়। খালিয়াজুরি ২৪.৭০ ‍উত্তর ও ৯১.১২৫ পূর্বে  অবস্থিত। উপজেলার মোট আয়তন ২৯৭.৬৪ কিমি (১১৪.৯২ বর্গ মাইল) এবং মোট জনসংখ্যা ১,১২,৩২৮ জন (মুসলিম, ৭৭,৮৩৫; হিন্দু, ৩৪,৪৯৩)। এর উত্তরে মোহনগঞ্জ উপজেলা, দক্ষিণে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা, পশ্চিমে মদন উপজেলা, ও পূর্বে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা। খালিয়াজুরী উপজেলা ছয়টি ইউনিয়ন পরিষদে বিভক্ত: চাকুয়া, গাজীপুর, খালিযয়াজুরী, কৃষ্ণপুর, মেন্দিপুর এবং নগর। ইউনিয়ন পরিষদ ৫৪টি মৌজা এবং ৭৫টি গ্রামে বিভক্ত। বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, খালিয়াজুরির জনসংখ্যা হল ৯৭,৪৫০ জন। জনসংখ্যার ৫১.১০% পুরুষ এবং ৪৮.৯০% মহিলা। মুসলিম জনসংখ্যার ৬৬.৪৩%, হিন্দু ৩৩.৫৪%, খ্রিস্টান ০.০২% এবং অন্যান্য ০.০২%। ৭ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার জন্য খালিয়াজুরির সাক্ষরতার হার ৩০.৩৯%।

এক নজরে খালিয়াজুরী

ক্রমিক নং

শিরোনাম 

পরিমান /সংখ্যা

ক্রমিক নং

শিরোনাম 

পরিমান /সংখ্যা

০১

কৃষি পরিবেশ অঞ্চল (এ.ই.জেড)

২১

১০

মোট খাদ্যশস্য উৎপাদন (মে. টেন)

৮২৯৯৮

০২

মোট আয়তন (হে.)

৩০৩৫৩

১১

মোট ফসলি জমি (হে.)

২৫১০২

০৩

ইউনিয়ন

১২

এক ফসলি জমি (হে.)

২০০০২

০৪

জনসংখ্যা

১১০৪৫০

১৩

দুই ফসলি জমি (হে.)

১৮০০

০৫

মোট কৃষক পরিবার

২৫২২২

১৪

তিন ফসলি জমি (হে.)

৫০০

০৬

বাৎসরিক বৃষি্টপাত

২৪১০

১৫

নীট আবাদী জমি (হে.)

২২৩০২

০৭

সর্বোচ্চ তাপমাত্রা

৩৪

১৬

চারণভূমি

১৫০

০৮

সর্বনিম্ন তাপমাত্রা

১৬

১৭

স্থায়ী পতিত জমি (হে.)

১২০০

০৯

মোট খাদ্যশস্য চাহিদা (মে. টেন)

১৭৫০০

১৮

ফসলের নিবিড়তা

১২০


কৃষি ও খাদ্য শস্য পরিস্থিতি সংক্রান্ত: 

মোট জমির পরিমাণ

২৪৭৪৬ হেক্টর

মোট ফসলী জমি

২২৩০২ হেক্টর

এক ফসলী জমি

২০০০২ হেক্টর

দুই ফসলী জমি

১৮০০ হেক্টর

তিন ফসলী জমি

৫০০ হেক্টর

ফসলের নিবিড়তা

১১৩%

অ-গভীর নলকূপ

৩৩৫ টি

এল এল পি পাম্প

১৫৪৩ টি

মোট কৃষক পরিবারের সংখ্যা

২৫২২২ জন

কৃষি ব্লকের সংখ্যা

১৮টি

বিআইসি সার ডিলার

০৬ টি

বিএডিসি বীজ ডিলার

২১টি

পাইকারি বালাই নাশক ব্যবসায়ীর সংখ্যা

০৪ টি

বাৎসরিক খাদ্য চাহিদা

১৭৫০০ মেঃ টন

মোট উৎপাদন

৮২৯৯৮ মেঃ টন

উদ্বৃত্ত

+ ৬৫৪৯৮ মেঃ টন